গত ৭/৮ মাস আগে বরিশাল নগরীর কাঠপট্টি রোডে আশ্রাব জুয়েলারী থেকে মাত্র ৭ মিনিটে ১শ ২৬ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়। পরে সিসি ক্যামেরার ফুটেজের মাধ্যমে সনাক্ত হয়েছিলো চোরও।
এ ঘটনায় নিরাপত্তার কথা ভেবে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় স্থাপন করে ২শ ৬১টি সিসি ক্যামেরা। যাতে ব্যয় হয় ২ কোটি ৫৯ লাখ টাকা।
একাধিক জায়গায় তৈরি করা হয় ক্যামেরার সার্ভার স্টেশন। তবে কিছুদিনের মধ্যেই চুরি হয়ে যায় বেশিরভাগ সিসি ক্যামেরার ক্যাবল। এরপর আবার সেগুলো সচল করা হলেও বছর না পেরোতেই নষ্ট হয়ে যায় বেশিরভাগ সিসি ক্যামেরা।
অপরাধ নিয়ন্ত্রনে সিসি ক্যামেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও অর্থাভাবে সেগুলো চালু করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। তবে যে কোন উন্নয়নে শুধু বাজেট বরাদ্দ নয়, সঠিক তদারকির দাবি জানিয়েছেন সুধিজনরা।