ভিডিও বার্তায় মামুন জানায়, শনিবার রাতে তাকে ধরে নিয়ে যায় স্থানীয় কানা মাঝি ও রিপন। পরে পরিত্যক্ত একটি পাট গুদামের সামনে নিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে তারা।
এসময় স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় মামুনের। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।