তাদের নিয়ে সাতক্ষীরা জুড়ে চলছে আলোচনা-সমালোচনা। যে ব্যক্তির ইন্ধনে তিন জেলে রতন, মিজান ও মুসা নিখোঁজ হয়, সেই মাদক ব্যবসায়ী মামুনকে আটকে রেখেছেন স্থানীয়রা।
তাদের দাবি, মামুন নিখোঁজদের বিষয়ে সব জানেন। পরিবারের সদস্যদের একমাত্র চাওয়া ফিরে আসুক স্বজনরা। ঘটনাস্থল পরিদর্শন করে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে পুলিশ।