রোববার (২৪ জানুয়ারি) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এতথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, গত ১০ জানুয়ারি বিকাশের টাকা বিতরণ কর্মকর্তা কামরুজ্জামান মিন্টুকে নওয়াপাড়া হাওড় ব্রিজের কাছে হাতুড়িপেটা করে তার কাছ থেকে ৯ লাখ ৯১ হাজার টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।
এঘটনায় ১৩ জানুয়ারি মামলা হয়। শুক্রবার ঢাকা হতে প্রথমে শামীম শেখ ও পরে তার দেয়া তথ্যে দিদারকে গ্রেপ্তার করা হয়। জড়িত অপর দুজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।