হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, সদর উপজেলার হাড়দ্দহা গ্রামের এক নারী প্রিম্যাচিউরড নবজাতককে নিয়ে সম্প্রতি হাসপাতালে ভর্তি হন। গতকাল রাতে নবজাতককে ডাস্টবিনে ফেলে তিনি হাসপাতাল ত্যাগ করেন।
রোববার সকালে ডাস্টবিনের মধ্যে থেকে কান্নার শুনতে পান রোগীরা। খবর পেয়ে নবজাতককে উদ্ধার করে চিকিৎসা দেয়া হচ্ছে।