বের হচ্ছে থলের বেড়াল, জট খুলতে শুরু করেছে সিরাজগঞ্জের বিজয়ী কাউন্সিলর তরিকুল ইসলাম খান হত্যা মামলার। এরইমধ্যে হত্যায় সরাসরি জড়িত জাহিদুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সুপার জানান, জাহিদের সম্পৃক্তার বিষয়টি পুরোপুরি নিশ্চিত হওয়ার পর অভিযান শুরু হয়। এরপর ঢাকা মহানগর পুলিশ ও পিবিআই এর সহযোগিতায় তাকে যাত্রাবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এরপর সিরাজগঞ্জে নিয়ে হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়।
নিহত তরিকুলের পরিবারের দাবি, আইনের আওতায় এনে সব দোষীদের সাজা দেয়ার। একই সাথে নিরাপত্তাও চান তারা।
গ্রেপ্তার জাহিদুল পেশায় একজন রাজমিস্ত্রি। সাহেবনগর ব্যাপারীপাড়ায় তার বাড়িতে গিয়ে কাউকেই পাওয়া যায়নি। একই সাথে ঘটনার পর থেকে পলাতক পরাজিত কাউন্সিলর প্রার্থী শাহাদত হোসেন বুদ্দিন। গত ১৬ জানুয়ারি খুন হন কাউন্সিলর তরিকুল ইসলাম খান। ১৭ জানুয়ারি মামলার পর স্বপন ব্যাপারী নামে একজনকে গ্রেপ্তার করা হয়।