করোনার টিকা সংরক্ষণের অন্যতম প্রধান চ্যালেঞ্জ এর কোল্ড চেইন ব্যবস্থাপনা। নির্দিষ্ট তাপমাত্রায় টিকা রাখা না হলে এর কার্যকারিতা পাওয়া যায় না।করোনার টিকা দেশে আসার পর তা সংরক্ষণের জন্য জোর কদমে প্রস্তুতি চলছে বিভিন্ন জেলায়। প্রস্তুত করা হচ্ছে ওয়াক ইন কুল। প্রস্তুত রাখা হচ্ছে আইএলআর বা হিমায়িত বাক্স। এর মাধ্যমে টিকা পৌঁছে যাবে উপজেলা পর্যায়ে।
কারা প্রথমে টিকা পাবেন তার প্রাথমিক তালিকা করা হয়েছে প্রতিটি জেলায়। এরইমধ্যে তালিকা করা হয়েছে টিকা প্রয়োগকারীদেরও। তাদের দেয়া হবে প্রয়োজনীয় প্রশিক্ষণ।
স্থানীয় প্রশাসন পুরোপুরি প্রস্তুত থাকার দাবি করলেও টিকা নিয়ে কী ভাবছেন সাধারণ মানুষ?
টিকা নেবার পর কোন বিরুপ প্রতিক্রিয়া দেখা দিলে তা জানাতে হবে টিকাদানকারী সংস্থাকে। পার্শ্বপ্রতিক্রয়ার খবর পাবার ২৪ ঘন্টার মধ্যেই তার কারণ খুঁজতে হবে সংশ্লিষ্টদের।