বুধবার (২০ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে নাটোরের হরিশপুর বাইপাস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গেল মঙ্গলবার রাজশাহীর ঐতিহ্য চত্বর চেকপোস্টে যানবাহনের কাগজপত্র পরীক্ষা করছিলেন, সার্জেন্ট বিপুল ভট্টাচার্য। মোটরসাইকেলে থাকা যুবকের কাছে কাগজ দেখতে চান তিনি। এ সময় কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন তারা। একপর্যায়ে সার্জেন্টকে মারধর করে পালিয়ে যান, মোটরসাইকেল চালক।
আহত বিপুল ভট্টাচার্য কে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক জানান তার হাত ভেঙে গেছে। এ ঘটনায় মামলা করে পুলিশ।