বিভিন্ন মামলায় এখন থেকে ৪৯ শিশু সাজার পরিবর্তে থাকতে পারবে পরিবারের সাথেই। তবে এজন্য বাবা মায়ের কথা শোনা, ধর্মীয় অনুশাসন মেনে চলা, গাছ লাগানো, মাদক থেকে দূরে থাকাসহ তাদেরকে ১০টি শর্ত বেঁধে দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. জাকির হোসেন।
বিচারকের এমন ব্যতিক্রমী রায়ে সন্তানের সুন্দর ভবিষ্যতের প্রত্যাশা জানিয়েছেন অভিভাবকরা। আর আগামী এক বছর তারা থাকবে প্রবেশন কর্মকর্তার তত্ত্বাবধানে।
এসব শিশুদের নামে মামলা হয়েছে গেল দুই বছর ধরে। বেশিরভাগ মামলাই ছিলো গ্রাম্য বিরোধের।
এর আগেও শিশু সংশোধন ও নারীদের সংসারে ফেরাতে ব্যতিক্রমী রায় দিয়ে বিচারপ্রার্থীদের প্রশংসা কুড়িয়েছেন বিচারক মো. জাকির হোসেন।