প্রতিষ্ঠার দুই যুগে ক্ষমতার পালাবদল হয়েছে কয়েকবার। কিন্তু খুব একটা বদলায়নি চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরবাসীর ভাগ্য।
নাগরিক সুবিধা পাওয়া নিয়ে অভিযোগের শেষ নেই। খানাখন্দে ভরা রাস্তাঘাট আর বেহাল ড্রেনেজ ব্যবস্থায় নাকাল এখানকার বাসিন্দারা। বেশিরভাগ ওয়ার্ডে নিশ্চিত হয়নি, সুপেয় পানি সরবরাহ।
সমস্যার কথা স্বীকার করলেও, মেয়রের দাবি উন্নয়নে চেষ্টার কমতি ছিল না। নির্বাচন ঘিরে ফের ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীরা।
নড়াইল পৌরসভার চালচিত্রও বেহাল। শহরে ঢোকার পথেই আর্জনার স্তুপ, ভাঙাচোরা সড়ক আর ড্রেনেজ ব্যবস্থা না থাকায়, দুর্ভোগের শেষ নেই নাগরিকদের।
নড়াইল সদর ও কালিয়া এবং চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভায় ভোট হবে আগামী ৩০ জানুয়ারি।