দেড়শো বছরের পুরনো ঝালকাঠির নলছিটি পৌরসভা। শতবর্ষী হলেও উন্নয়নের ছোঁয়া লেগেছে যতসামান্যই।
লঞ্চ কিংবা সড়ক পথে শহরে ঢুকলেই দেয়া মেলে খানাখন্দে ভরা রাস্তার। বর্ষাকালে কাদা আর শুকনো মৌসুমে ধুলোবালিতে একাকার পুরো শহর। বেশ কিছু এলাকায় রয়েছে কাঁচা রাস্তাও। কোথাও আবার খাল পারাপারে একমাত্র ভরসা বাশেঁর সাকো।
এত সব না পাওয়ার মাঝেও আসন্ন নির্বাচন সামনে রেখে ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। কাঙ্ক্ষিত সেবাবঞ্চিত বরগুনা সদর ও পাথরঘাটা পৌরবাসীও। জড়াজীর্ণ সড়ক, নাজুক ড্রেনেজ ব্যবস্থা রয়েছে অপরিচ্ছন্নতাও।
নির্বাচন ঘিরে প্রচারণায় মুখর প্রার্থীরা। উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। আছে, একে অন্যের প্রতি অভিযোগও।
ঝালকাঠির নলছিটি, বরগুনা সদর ও পাথরঘাটা পৌরসভার নির্বাচন আগামী ৩০ জানুয়ারি।