গ্রামের মেঠোপথ ধরে যেখানেই চোখ যাবে শুধুই সবজি ক্ষেত। যেখানে ফুলকপি, বাঁধাকপি, বরবটিসহ চাষ হচ্ছে শীতকালীন নানা জাতের সবজি। ঝালকাঠি সদরের প্রতিটি গ্রামেই সবুজ বিপ্লবের কারিগর নারীরা।
উপজেলার ৩৬টি গ্রামে প্রায় পাঁচ হাজার পরিবার নির্ভরশীল কৃষির উপর। যে কাজে তাদের সহযোগিতা করছেন পুরুষরা। আবাদ ভাল হওয়ায় খুশি নারীরাও। বিষমুক্ত সবজি উৎপাদনে কৃষকদের জৈবসার ব্যবহারে উদ্বুদ্ধ করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
সদর উপজেলার প্রায় ৩ হাজার হেক্টর জমিতে উৎপাদিত ৪৩ হাজার ৪০০ মেট্রিক টন সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে বিভিন্ন জেলায়।