স্থানীয়রা জানায়, গতকাল সিরাজ মাতুব্বরের বাড়িতে মুরগি দিয়ে খিচুড়ি রান্না করা হয়। পরিবারের লোকসহ বাড়িতে চাষাবাদের কাজে থাকা ১৫ জন শ্রমিক সেই খাবার খান। খাওয়ার এক ঘণ্টার মধ্যে ২১জন অজ্ঞান হয়ে পড়ে।
পরে তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল নেয়া হয়। বর্তমানে সবার জ্ঞান ফিরেছে। এছাড়াও হাসপাতালে ভর্তি আছেন নারী-শিশুসহ ১৩ জন।
পুলিশ জানায়, ঘটনাস্থল পরিদশন করা হয়েছে। কেউ শত্রুতা বসত খাবারে কিছু মিশিয়ে থাকতে পারে। বিষয়টির তদন্ত চলছে।