প্রতিবন্ধী আসাদুলের আশ্রয় ছিলো অন্যের বাড়ির আঙিনা। স্বপ্ন ছিলো নিজের একখন্ড জমি-একটি ঘর। তবে তার স্বপ্ন এবার বাস্তব হবার পালা, চোখের সামনেই তার জন্য নির্মাণ হচ্ছে আধাপাকা ঘর।
মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার জমি ও ঘর পাচ্ছেন, আসাদুলের মতো আরও অনেক অসহায় মানুষ। দুদিন পরই এসব ঘরে উঠতে পারবেন গৃহহীন অসহায় মানুষ। এরইমধ্যে প্রতিটি জেলায় লটারির মাধ্যমে বরাদ্দ হয়েছে এসব ঘর।
এতদিন ঠিকানাহীন থাকা এসব মানুষের চোখে-মুখে এখন শুধুই উচ্ছ্বাস। ঠিকানা খুঁজে পেয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে ভোলেননি তারা। এসব ঘর নির্মাণে সর্বোচ্চ স্বচ্ছতা ও টেকসই নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা।
প্রতিটি পরিবারের জন্য নির্মাণ করা হয়েছে দুই কক্ষ ও এক বারান্দা বিশিষ্ট ঘর। সাথে আছে রান্না ঘর ও টয়লেট। একেকটি ঘর নির্মাণে ব্যয় হচ্ছে এক লাখ ৭২ হাজার টাকা।