গতকাল রবিবার (১৮ জানুয়ারি) রাতে সদর থানায় নিহত তরিকুলের ছেলে হৃদয় বাদী হয়ে মামলাটি দায়ের করেন। তবে এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
যদিও গতকাল নিহতের পরিবারের সাথে দেখা করে রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি দাবি করেন, প্রাথমিকভাবে দোষীদের শনাক্ত করা হয়েছে। শীঘ্রই তাদের আইনের আওতায় আনা হবে। গত শনিবার পৌর নির্বাচনে জয়ী হওয়ার পর দুর্বৃত্তের হাতে খুন হন ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর তরিকুল ইসলাম।