পুলিশ জানায়, শাহজাদপুর উপজেলার ডায়া গ্রামে লালমিয়ার সাথে স্ত্রী জাহানারা বেগমের পারিবারিক দ্বন্দ্ব চলছিলো। এর জেরে গতকাল বড় মেয়ে রাজিয়া খাতুন ও ছোট মেয়ে লাবলীকে বিষ পান করান জাহানারা খাতুন। পরে নিজেও বিষপান করেন।
এতে সবাই অসুস্থ হলে স্থানীয় হাসপাতালে নেয়া হয় তাদের। পরে চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।