রোববার (১৭ জানুয়ারি) সন্ধ্যা থেকে প্রশাসনিক ভবনের সামনে অনশন শুরু করেন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইমামুল ইসলাম ও বাংলা ডিসিপ্লিনের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোবারক হোসেন নোমান।
তাদের অভিযোগ, পাঁচ দফা দাবিতে গত বছরের আন্দোলনে তারা অংশ নেয়ায় তাদের বহিষ্কার করা হয়েছে।
তবে কর্তৃপক্ষ বলছেন, দুইজন শিক্ষকের পথ আটকে অসদাচরণ ও একাডেমিক কাজে বাধা দেয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়েছে।