আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। তীব্র কুয়াশায় সড়কে পরিবহন চলাচল ব্যাহত হচ্ছে।
এদিকে, দৌলতদিয়া ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, কয়েকদিন ধরে কুয়াশার কারণে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। দুর্ঘটনা এড়াতে রোববার রাত থেকে নৌ চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে বেলা বাড়ার সাথে সব স্বাভাবিক হয়ে যাবে। হঠাৎ ফেরি বন্ধ থাকায় বিপাকে পড়েছেন সাধারণ যাত্রী ও পরিবহন চালকরা।