গতবছরের ২৫ সেপ্টেম্বরের রাতে সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে গণধর্ষণের শিকার হন এক গৃহবধূ। গণমাধ্যমে খবর প্রকাশের পর নিন্দার ঝড় ওঠে দেশজুড়ে।
ঘটনার পরদিন হয় মামলা। এরপর একে একে গ্রেপ্তার হয় ৮ আসামি। আর দুই মাসের বেশি সময় পর তাদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় পুলিশ।
গত ১২ জানুয়ারি সেই অভিযোগপত্র আমলে নেয় সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। রোববার কড়া নিরাপত্তায় আসামিদের হাজির করা হয় আদালতে।
এ সময় দুই আসামির জামিন ও তিন আসামির ডিসচার্জ আবেদন করা হলে তা নামঞ্জুর করেন বিচারক। তবে সাক্ষীদের জেরার মাধ্যমে ন্যায় বিচারের দাবি আসামিপক্ষের আইনজীবীর।