বিদ্যুতের তার যেন জঞ্জালে পরিণত হয়েছে নওগাঁর রানীনগর-আত্রাই বিশ্ব বাঁধ সড়কে। গাছ আর বাঁশের খুটি ব্যবহার করে যে যার ইচ্ছেমতো টেনেছেন বিদ্যুতের লাইন। প্রায় ৫ বছর আগে এসব লাইন দেয় পিডিবি। তবে খুঁটি না দেয়ায় বাধ্য হয়েই ব্যবহার করা হয়েছে গাছ আর বাঁশের খুঁটি। কোথাও আবার তার পড়ে আছে মাটিতেই। জরাজীর্ণ তারে যে কোন সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।
তারপরও হাইভোল্টেজ এসব লাইন থেকে বিদ্যুৎ ব্যবহার করে অন্তত ৪০টি সেচ প্রকল্প, মাছ চাষ ও মিল চালাচ্ছেন স্থানীয়রা। এই এলাকার প্রায় ৬ কিলোমিটার জায়গা জুড়ে এমন ঝুঁকিপূর্ণ লাইন রয়েছে।
বিস্তারিত দেখুন ভিডিওতে-