কি রোদ কি বৃষ্টি সবকিছু উপেক্ষা করেই রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয় ট্রাফিক পুলিশের। ধুলোবালি আর শব্দদূষণ তো আছেই। তবে এতকিছুর মাঝে কাজ করতে যতটা না কষ্ট পেতে হয় খুলনার ট্রাফিক পুলিশ সদস্যদের। তার চেয়ে বেশি বিড়ম্বনা পুলিশ বক্স ও টয়লেট না থাকায়।
দায়িত্ব পালনের সময় টয়লেট ব্যবহার প্রয়োজন হলে ভরসা রাস্তার পাশের মসজিদ কিংবা শপিংমল। তবে বেশিরভাগ সময়ই যানবাহনের চাপ আর টয়লেট ব্যবহারে লম্বা লাইনে বিপাকে পড়েন পুলিশ সদস্যরা। বেশি বিব্রত হন নারীরা। টয়লেট ব্যবহার যাতে কম করতে হয় সেজন্য অনেকে পানি পানের পরিমাণও কমিয়ে দিয়েছেন। এতে নানা রোগে ভুগছেন তারা।
খুলনার সড়কে দায়িত্ব পালন করেন ২শ ৮০ জন ট্রাফিক পুলিশ। এর মধ্যে নারী সদস্য আছেন ৭ জন।
বিস্তারিত দেখুন ভিডিওতে-