শনিবার (১৬ জানুয়ারি) সকাল ১১ টার দিকে মাদ্রাসা থেকে তাকে আটক করা হয়। সে উপজেলার ছাতনী চারমাথা বাজারে অবস্থিত মারকাযুল উলূম আল ইসলামিয়া কওমী মাদ্রাসার শিক্ষক এবং দিনাজপুর জেলার পার্শ্ববর্তী বিরামপুর উপজেলার আব্দুল আজিজের ছেলে।
ছাত্রীর নানী মনজুআরা বেগম জানান, সকালে তাঁর নাতনী মাদ্রাসায় পড়তে যায়। পড়া চলাকালে কৌশলে শিক্ষক এনামূল সকল ছাত্রীকে বাইরে থেকে ২০ মিনিট ঘুরে আসতে বলে এবং আমার নাতনীকে ক্লাসেই থাকতে বলে। এরপর শিক্ষকের কথা মত সকল শিক্ষার্থীরা মাদ্রাসার বাইরে চলে যায়। এসময় তাকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করতে থাকলে তার চিৎকারে আরেক ছাত্রী এগিয়ে এসে তাকে উদ্ধার করে। শিক্ষক বিষয়টি কাউকে না বলার জন্য হুমকি দিয়ে তাদের ছেড়ে দেয়।
এদিকে হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, মনজুয়ারা নামে একজন তার নাতনিকে ধর্ষন চেষ্ঠার অভিযোগ করেছে। বিষয়টি আমলে নিয়ে অভিযোগকারী শিক্ষককে আটক করা হয়েছে।