কেউ নিয়ে যাচ্ছেন টিন, কেউ বাঁশ কেটে বানিয়ে দিচ্ছেন ঘরের খুঁটি। নড়াইলের প্রত্যন্ত অঞ্চলে নদী ভাঙনের শিকার মানুষের যখন মাথাগোঁজার ঠাঁই দরকার তখন এভাবেই মানবতার হাত বাড়িয়ে দিয়েছেন চলচ্চিত্র অভিনেতা তানভীর তনু। সহায়তা করছেন দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতেও।
কর্মহীন মানুষকে সেলাই মেশিন, প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও শীতার্ত মানুষের জন্য কম্বল বিতরণ করছেন তনু। মানুষের সেবায় ২০১৭ সালে নিজ উদ্যোগে গড়ে তোলেন সেচ্ছাসেবী সংগঠন আর্জেন্ট সাপোর্ট বাংলাদেশ।
নিজের জমানো টাকা ও ছোট বোন তামান্না রহমান তন্নীর সহায়তায় তিনি চালিয়ে যাচ্ছেন এ কর্মযজ্ঞ।
তানভীর তনুর আর্জেন্ট সাপোর্ট বাংলাদেশে স্বেচ্ছাসেবী হিসেবে বিভিন্ন জেলায় কাজ করছেন ৫শ তরুণ-তরুণী।