সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোট উপস্থিতি রয়েছে চোখে পড়ার মতো। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাই নোয়াখালীর বসুরহাটের মেয়র প্রার্থী আবদুল কাদের মির্জা জানিয়েছেন, সুষ্ঠু ভোট হওয়া নিয়ে যে শঙ্কা ছিলো তা আপতত নেই।
এই ধাপে ২৮টি পৌরসভায় ইভিএম এবং বাকি ৩২টিতে ভোট হচ্ছে, ব্যালটে। নির্বাচনের আগে যেসব এলাকায় সহিংসতার ঘটনা ছিলো সেসব পৌরসভায় নেয়া হয়েছে বাড়তি সতর্কতা। পুলিশ, র্যাব, বিজির পাশাপাশি ভোটের মাঠে কাজ করছে আইন শৃঙ্খলাবাহিনীর একাধিক বিভাগ।