পুলিশ জানায়, শুক্রবার (১৫ জানুয়ারি) বিকেলে শেরপুর উপজেলার বগুড়া মহাসড়কের ঘোগা বটতলা ব্রীজ এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস ব্রীজ এলাকায় পৌঁছালে বিপরীতগামী একটি ট্রাকের সাথে মুখমুখি সংর্ঘষ হয়।
এতে ঘটানা স্থলেই দুই জনের মৃত্যু হয়। নিহত একজনের বাড়ি বগুড়ার শাজাহানপুর উপজেলার উমুরদীঘি গ্রামে। আহতদের উদ্ধার করে বগুড়ার শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে।