নিহতের পরিবার জানায়, মঙ্গলবার দুপুরে বাড়ির উঠান থেকে অপহৃত হয় শিশু সানজিদা আক্তার। সেখানে একটি চিরকুটে ফোন নাম্বার দিয়ে যোগাযোগ করতে বলা হয়। পরদিন ফোন দিয়ে বিকাশে ২০ হাজার টাকা দাবি করা হয়।
এ ঘটনায় থানায় ডায়রি করেন শিশুটির পরিবার। শুক্রবার সকালে বাড়ির পাশের জঙ্গল থেকে মরদেহ উদ্ধার হয়।
ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা।