পৌরসভা নির্বাচনে প্রথম ধাপে খুব একটা উত্তাপ না থাকলেও দ্বিতীয় ধাপে আগে থেকে সরগরম ভোটের মাঠ।
ঝিনাইদহের শৈলকুপায় পৌর নির্বাচনের প্রচারণা নিয়ে সংঘর্ষে কাউন্সিলর প্রার্থী শওকত আলীর ভাই লিয়াকত আলী বল্টু নিহতের ঘটনায় মামলা হয়েছে। এছাড়ও একই ওয়ার্ডের আরেক কাউন্সিলর প্রার্থীর মরদেহ উদ্ধারের পর থমথমে পুরো এলাকা।
দুটি মৃত্যুর ঘটনায় শঙ্কিত ভোটাররা। যদিও স্থানীয় প্রশাসনের দাবি, ভোট সুষ্ঠু করতে সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে।
নোয়াখালীর কোম্পানিগঞ্জে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের ভাই মেয়র প্রার্থী আবদুল কাদের মির্জা সুষ্ঠু ভোট হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।
ভোটের উত্তাপে রাজশাহীর আড়ানী পৌরসভাও। এরই মধ্যে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে পর মামলা হয়েছে। যেখানে আসামি বিদ্রোহী প্রার্থী মুক্তার আলীসহ কয়েকজন।
তবে, ১৬ জানুয়ারির পৌরসভা ভোট সুষ্ঠু করতে এরই মধ্যে সব কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনি সরঞ্জাম। পুলিশ, র্যাব, বিজিবির পাশাপাশি নিরাপত্তায় রয়েছে আইন শৃঙ্খলাবাহিনীর বিপুল সদস্য। আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে তৃতীয় ধাপের নির্বাচন।