ঈশ্বরদী পৌরসভার বাসিন্দা মাসুদুর রহমান বিপ্লব। বন্ধুদের পাল্লায় পড়ে হয়েছেন মাদকাসক্ত। মাসুদের ভাষ্যে মেলে পৌর এলাকায় অন্য কিছু সহজলভ্য না হলেও, হাত বাড়ালেই মেলে মাদক। সে আগ্রাসনে আলোর জীবন থেকে অন্ধকারের বাসিন্দা হয়েছেন অনেকেই। পৌরবাসির কাছে প্রধান সমস্যা আর আতঙ্কের নাম মাদক।
মাদকের ছোবল না থাকলেও আবর্জনা, বেহাল সড়ক ও নাজুক ড্রেনেজ ব্যবস্থার কারণে প্রনিতিয়তই সমস্যায় পড়তে হচ্ছে ফরিদপুর পৌরবাসির।
খুব একটা ভিন্নতা নেই কুষ্টিয়া পৌরসভার বর্ধিত ৭টি ওয়ার্ডের। শুরুর পর ১২টি ওয়ার্ড নিয়ে চলছিলো পৌর কার্যক্রম। ২০১৫ সালে পৌর এলাকা বর্ধিত করে নতুন ওয়ার্ড ঘোষণা করা হয়।
উন্নয়নের ছোঁয়ায় ১২টি ওয়ার্ড ভাসলেও অবহেলায় পড়ে আছে বর্ধিত ৭টি ওয়ার্ড। নেই উন্নয়ন, আছে শুধু নাগরিক দুর্ভোগ।
নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, প্রার্থীরা প্রতিশ্রুতির চেয়ে সঠিক পরিকল্পনার বাস্তবায়ন করলে থাকবে না দুর্ভোগ।
আসছে ১৬ জানুয়ারি পাবনার ঈশ্বরদী, ফরিদপুরসহ পাঁচটি ও কুষ্টিয়া পৌরসভায় ভোট অনুষ্ঠিত হবে।