২৮টি পৌরসভায় ইভিএমে এবং বাকি ৩২টিতে ভোট হবে ব্যালটে। এই ধাপে ৬১টি পৌরসভার তফসিল ঘোষিত হলেও সৈয়দে মেয়র প্রার্থীর মৃত্যু এবং সুজানগরে মামলার কারণে নির্বাচন স্থগিত করা হয়েছে। আর প্রথমধাপে স্থগিত গাজীপুরের শ্রীপুর পৌরসভার ভোট হচ্ছে এই ধাপে।
৬০টি পৌরসভায় নিবন্ধিত ভোটার আছেন ২২ লাখ ৪০ হাজার। নির্বাচনি এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা।