বুধবার (১৩ জানুয়ারি) বিকেলে সালথা উপজেলার পরিষদের সামনে ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন, সালথা প্রেসক্লাবের সভাপতি সেলিম মোল্লা, সাধারন সম্পাদক আরিফুল ইসলাম, সহ-সভাপতি আজিজুর রহমান, চৌধুরী আশরাফ মাহমুদ টুটু, মনির মোল্লা, যুগ্ন সাধারন সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা দেশের খ্যাতিমান গনমাধ্যম ব্যাক্তিত্ব আবু সাঈদ খনকে উদ্দেশ্য করে ফরিদপুরের জেলা পরিষদের চেয়ারম্যান সামসুল হক ওরফে ভোলা মাস্টারের আপত্তিকর বক্তব্যের তিব্র নিন্দা জানান।
সাংবাদিক নেতৃবৃন্দ ভোলা মাস্টারের ওই আপত্তিজনক বক্তব্য প্রত্যাহারের দাবি জানান। তারা বলেন, দেশ বরেণ্য আমাদের এই অগ্রজ সাংবাদিক সম্পর্কে মিথ্যা ও বানোয়াট বকব্যের জন্য ভোলা মাস্টারকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। অবান্তর বক্তব্যের জন্য তার দৃষ্টান্তমূলক শাস্তিও দাবী করেন বক্তারা।
গত ৬ জানুয়ারী ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুরে এক কম্বল বিতরন অনুষ্ঠানে ভোলা মাস্টার অপ্রাসঙ্গিক ভাবে বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ খানের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য ও কটুক্তি করে বক্তব্য রাখেন। পরে সামাজিক মাধ্যমে তা ছড়িয়ে পড়ে।