বুধবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে। আহতরা হলেন– সদর উপজেলার কলামনখালি গ্রামের নছিমন চালক রাব্বি হাসান (২৫), দক্ষিণ কাস্ট সাগরা গ্রামের রিপন হোসেন (৩৫), হরিনাকুণ্ডু উপজেলার শাখারিদাহ গ্রামের মেহেদি হাসান (৩২) ও অজ্ঞাত একজন। তাদের বাড়ি ঝিনাইদহ জেলার বিভিন্ন উপজেলায়।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শামীমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
খবর পেয়ে ঝিনাইদহ ও শৈলকুপা ফায়ার সার্ভিস এবং পুলিশের সহযোগিতায় আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।