ধর্ষণের শিকার কিশোরীর মামলার পর দেলো পাটোয়ারি, শারমিন, শিউলি ও শিল্পীকে গ্রেপ্তার করে পুলিশ। বাকি দুই আসামি আলী হোসেন ও তায়েবা বেগম পলাতক আছেন।
কিশোরীর অভিযোগ, ৬ মাস আগে সিগনাল টাওয়ার এলাকা থেকে শরণখোলার ধানসাগর এলাকায় নিয়ে যায় আসামিরা। সেখানে আটকে রেখে ধর্ষণ করে দেলো পাটোয়ারি ও আলী হোসেন। এছাড়া কিশোরীকে পতিতাবৃতিতে বাধ্য করে শিউলি, শারমিন, পারভীন ও তায়েবা বেগম।
এদিকে ঢাকার ধামরাইয়ে এক গৃহবধুকে ধর্ষণের অভিযোগে সালাম মিয়া নামে এক কবিরাজকে আটক করেছে পুলিশ।