পুলিশ জানায়, বুধবার (১৩ জানুয়ারি) সকালে বড়বাড়িয়া গ্রামে বাড়ি থেকে মোটরসাইকেলে কোরে সরিষাবাড়ি শহরে যাচ্ছিলেন চাচা সাইদুর রহমান ও ভাতিজা আকাশ। বাউশি পপুলার মোড়ে পৌঁছলে তাদের মোটরসাইকেলকে চাপা দেয় ঢাকা থেকে জামালপুরগামী ভাই ভাই এন্টারপ্রাইজের একটি বাস। এতে ঘটনাস্থলে নিহত হন চাচা ও ভাতিজা।
এদিকে, রাজধানীর শ্যামলীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছে।