নাগেশ্বরী পৌরসভার চৌবাড়ি পয়ড়াডাঙ্গা সড়ক। নামে পাকা হলেও বেশিরভাগ জায়গাতেই নেই তার ছিটেফোঁটা। বেশ কয়েকবার সংস্কারের নামে কিছুদূর পিচ ঢালা হলেও পুরো সড়কের কাজ হয়নি কখনোই। তাই সময়ের সাথে তাই উঠে গেছে সেই পিচ। একই অবস্থা বানুর খামার, মালভাঙ্গা স্কুল থেকে ভাসানীবাজার, বাগডাঙ্গাসহ অসংখ্য রাস্তার।
স্থানীয়রা বলছেন, এই পৌরসভায় নিয়ম করে জনপ্রতিনিধি নির্বাচিত হলেও কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি সেভাবে। রয়েছে বিদ্যুৎসেবা নিয়ে বিস্তর অভিযোগ।
তবে চলতি মেয়াদে পদে থাকা জাতীয় পার্টির মেয়র আব্দুর রহমান মিয়ার দাবি, এলাকার উন্নয়ন করেছেন তিনি।
পৌরসভায় নানা সংকটের কথা বলছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থীও। জানান, নির্বাচিত হলে দূর করবেন সব সংকট। তবে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কায় স্বতন্ত্র প্রার্থী।
২০০১ সালে স্থাপিত ৪২ বর্গকিলোমিটার আয়তনের দেশের দ্বিতীয় বৃহত্তম নাগেশ্বরী পৌরসভা প্রথম শ্রেণিতে উন্নিত হয় ২০১৫ সালে। এ পৌরসভায় বাস করেন ৬৩ হাজার মানুষ।