নোয়াখালীর কবিরহাটের চাপরাশি খালের ওপর নির্মিত চরএলাহী সেতুটি ছিলো লাখো মানুষের যাতায়াতের মাধ্যম। পরিবহন করা হতো কৃষকের উৎপাদিত পণ্যও। যেত জেলা সদর, কবিরহাট ও কোম্পানীগঞ্জসহ নানা জায়গায়।
কিন্তু মাস দুয়েক সেতুটির একটি পিলার ধসে পড়ে। এরপরও তার ওপর দিয়ে মানুষ যাতায়াত করলে দুর্ঘটনার শঙ্কায় পাটাতন খুলে নেয় সেতু বিভাগ। কিন্তু নেয়া হয়নি সংস্কারের উদ্যোগ।
শুধু চরএলাহী সেতু নয়, চাপরাশি ও আলগী খালের উপর নির্মিত আরও চারটি সেতুরও একই অবস্থা। কোনোটি অর্ধেক ভেঙে পড়ে আছে গেল তিনবছর ধরে, কোনোটির আবার দুই পাশের মাটি সরে গিয়ে তলিয়ে যাওয়ার উপক্রম।
এ বিষয়ে কোন কথা বলতে রাজি হননি এলজিইডির নির্বাহী প্রকৌশলী। আর চরএলাহীর সেতুটি শিগরিই সংস্কারের আশ্বাস সড়ক বিভাগের।
ধানশালিক ও চরএলাহী ইউনিয়নের আনাচে কানাচে অসংখ্য পাকা সড়ক থাকা সত্ত্বেও সেতুর অভাবে যোগাযোগ ব্যবস্থা অনেকটাই বিচ্ছিন্ন।