চাঁদপুর শহরের স্বর্ণখোলা এলাকার এই স্থানটি এক সময় ব্যবহার হতো ময়লার ভাগাড় হিসেবেই। কিন্তু ২ বছরের ব্যবধানে পাল্টে গেছে চিত্র।
ইউটিউবে চীন ও ইন্দোনেশিয়ার মাছ চাষের পদ্ধতি উদ্বুদ্ধ করে স্থানীয় যুবক মোহাম্মদ হানিফ গাজীকে। ১২ শতাংশ জায়গায় পুকুর সদৃশ্য ত্রিপল আর লোহার কাঠামোয় মাছ চাষে বদলে গেছে হানিফের জীবন। সেখানে ৬টি ট্যাঙ্কে চাষ করা হচ্ছে মাছ।
হানিফের মাছের খামারে রয়েছে কই, পাঙ্গাশ, তেলাপিয়া ও মনোসেক্স জাতীয় মাছ। যেখানে কর্মসংস্থানের সুযোগ হয়েছে স্থানীয় আরও অনেকের।
হানিফের ভবিষ্যত পরিকল্পনায় যে কোন ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা।
৭ লাখ টাকার বিনিয়োগ করে হানিফ গাজী এখন বছরে আয় করছেন ১ লাখ টাকা।