বাছুরটির মালিক মোসলেম উদ্দিন জানান শনিবার বিকেলে জন্ম হয় বাছুরটির। যার দুটি মাথাই কর্মক্ষম। জন্মের পর দুই মুখ দিয়েই খেয়েছে দুধ। ব্যতিক্রমী এই বাছুর দেখতে ভিড় করছেন আশেপাশের মানুষ।
দিনাজপুর প্রাণিসম্পদ কর্মকর্তা শাহিনুর ইসলাম বলেন, এটা জন্মগত ত্রুটি। এটা আসলে এক প্রকার টুইন। তবে এসব প্রাণীর জীবনকাল ক্ষণস্থায়ী হয়।