শেষ হয়েছে প্রতীক্ষার প্রহর। তিন দশক পর নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখছেন চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ঝিকড়া গ্রামের ১৬টি ভূমিহীন পরিবার।
৩০ বছর ধরে এই জমি ভূমিদস্যু ও প্রভাবশালী রাজনৈতিক নেতাদের দখলে ছিলো। এ নিয়ে প্রতিবেদন প্রচার করে চ্যানেল টোয়েন্টিফোর। এরপর নড়েচড়ে বসে প্রশাসন তৎপর হয় ভূমিহীনদের খাস জমি উদ্ধারে।
এরইমধ্যে জমির মালিকানা বুঝে পেতে শুরু করেছেন ভূমিহীন পরিবার। প্রশাসনের প্রতিশ্রুতি অনুযায়ী বাকিদেরও দ্রুত জমি বুঝিয়ে দেয়া হবে। ভবিষ্যতে ভূমিদস্যু ও প্রভাবশালীদের শোষন-নিপীড়ন থেকে ভূমিহীনদের অধিকার রক্ষায় দাবি জানিয়েছেন সচেতন নাগরিক সমাজ।
এখনো জমি বুঝে পায়নি এমন পরিবারকে শিগগিরই জমি বুঝিয়ে দেয়ার আশ্বাস কর্তৃপক্ষের।