ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ জানান রোববার বিকেলে হঠাৎই ধসে যায় বাঁধের অংশ। এতে লক্ষ্মীপুর-চুনাঘাটা সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। স্থানীয়দের অভিযোগ নদী খনন ও খননকৃত মাটি পাড়ে না ফেলে অন্যত্র বিক্রি করায় এ ভাঙন দেখা দিয়েছে।
এরই মধ্যে ঝুঁকিপূর্ণ ঘরবাড়ি থেকে মালামাল সরিয়ে নেয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।