ফেসবুক লাইভে বিচারের দাবি পঞ্চাশোর্ধ নুরুজ্জামান মুকুলের। এর পেছনের কারণ জানতে চলে যেতে হবে শুক্রবার বিকেলের ঘটনায়।
সেদিন ছেলের নামে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন, সুনামগঞ্জের দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শফি উল্লাহ। প্রথম রাউন্ডের খেলা উপজেলা প্রশাসন দলের প্রতিপক্ষ উপজেলা বিদ্যুৎ প্রকৌশলী দল।
খেলার সময় দ্বন্দ্ব হয় দুইপক্ষের মধ্যে। তা ফেসবুকে লাইভ করতে গেলে বিদ্যুৎ প্রকৌশলীর কর্মচারী নুরুজ্জামানের উপর হামলার অভিযোগ ওঠে ইউএনওর বিরুদ্ধে।
এ ঘটনায় তোলপাড় পুরো জেলা, ওঠে সমালোচনার ঝড়। ইউএনওর শাস্তি দাবি করেন অনেকে। তবে যার বিরুদ্ধে অভিযোগ, তার দাবি খেলায় সামান্য ভুল হয়েছিল।
এর আগেও স্থানীয় সাংবাদিকরা ইউএনও শফি উল্লাহকে ভাই বলে সম্বোধন করায় খারাপ আচরণ করেন তিনি। যা নিয়েও হয় বেশ সমালোচনা।