সরকারের গৃহ নির্মাণ প্রকল্পের জন্য জায়গা নির্ধারণে গিয়ে, গত ১৬ নভেম্বর হামলার শিকার হন, মৌলভীবাজারের কমলগঞ্জের এ্যসিল্যান্ড নাসরিন চৌধুরী।
হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায়, ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০ থেকে ৫৫ জনকে আসামি করে মামলা হয়। এরপর থেকেই বাড়ি ছাড়া ইসলামপুর ইউনিয়নের রাজকান্দি গ্রামের অনেক মানুষ। স্থানীয়দের অভিযোগ, হামলার সাথে জড়িত না থাকলেও, হয়রানি করা হচ্ছে নিরপরাধ অনেককে।
অভিযোগ আছে, টিলা জমিকে সমতল দেখিয়ে ভূমি বন্দোবস্ত দেয়ারও। কেটে ফেলা হয়েছে ফলজ ও বনজ গাছ। এনিয়েও ক্ষুব্ধ স্থানীয়রা।
এ বিষয়ে বারবার যোগাযোগ করেও পাওয়া যায়নি মামলার বাদী নাসরিন চৌধুরীকে। ক্যামেরায় কথা বলতে রাজি হননি উপজেলা নির্বাহী কর্মকর্তাও। তবে, নিরপরাধ কাউকে গ্রেপ্তার করা হবে না বলে জানিয়েছেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
দীর্ঘদিন ধরে ইসলামপুরের টিলাভূমি দখল করে বাস করছে বেশ কয়েকটি দরিদ্র পরিবার।