অপরাধ দুটি কন্যা সন্তানের জন্ম দেয়া তাই তো দুই বছর আগে স্বামী ছেড়েছে ঘর, পরবাসী হয়েছে শেফালী বেগম। শুধু কী তাই, অর্থ কষ্টে ১৫ মাসের শিশুকে দত্তক দিতে বাধ্য হয়েছেন তিনি।
২০১১ সালে কুড়িগ্রামের গোড়াইপিয়ার গ্রামের আনিসুরের সাথে ঘর বাঁধেন শেফালী। বিয়ের পর থেকে প্রায়ই নির্যাতনের শিকার হয়েছেন। দ্বিতীয় কন্যা সন্তান জন্মের পর তা বেড়ে হয় দ্বিগুণ। একসময় তাদের ছেড়ে যান স্বামী আনিসুর।
বাধ্য হয়ে দুই মেয়ে নিয়ে বাবার বাড়িতে আশ্রয় নিতে হয় শেফালিকে। প্রায় দুই বছর হলো খোঁজ নেই স্বামীর।
স্থানীয় জনপ্রতিনিধি বলছেন, শুধু শেফালী নন, এমন ঘটনার শিকার এখন অনেকেই।
যদিও শেফালিকে আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন।
তবে, আনিসুরেরে সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা হলেও কোনো কথা বলেননি তিনি।