সংসারে ভাঙন কিংবা সঙ্গীর শাস্তির জন্য যারা এসেছিলেন আদালতে, তাদের হাতে শোভা পাচ্ছে ফুল। সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে দীর্ঘদিন ধরে চলছিলো ৫০ টি পারিবারিক দ্বন্দ্বের মামলা। তবে শাস্তি কিংবা ভাঙন নয়, ৫০ জোড়া দম্পতির হাত বন্ধনে মিলিয়ে দিলেন বিচারক।
নারীর প্রতি সহিংসতা দূরীকরণ দিবসে, এমন রায় দিলেন আদালত। যাকে যুগান্তকারী বলছেন সুশীল সমাজ।রায়ে বিচারক জাকির হোসেন বলেন, শুধু শাস্তি নয় আদালত মানুষের মাঝে শান্তির সুবাতাস, সম্প্রীতির বন্ধন গড়ে দেয়। সন্তানদের চরম অনিশ্চয়তার বদলে নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করেন আদালত।
এ রায়ে উদ্বুদ্ধ হয়ে অন্যান্য পরিবারের মাঝেও একে অপরের প্রতি শ্রদ্ধা, মর্যাদা আর ভালোবাসা বাড়বে বলে আশা সবার।