শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম জানান, গতরাতে মুরগীব গ্রামে ডাকাতির উদ্দেশ্যে যায় সংঘবদ্ধ দল। বিষয়টি টের পেয়ে মসজিদে ঘোষণা দেয়া হয়। পরে গ্রামবাসী এসে ডাকাত দলটিকে ঘিরে ধরে। ৮-১০ জন পালিয়ে গেলেও তিনজনকে ধরে পিটুনি দেয় গ্রামবাসী।
পরে খবর পেয়ে দুজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। আহত অবস্থায় আটক করা হয় মানিক নামে একজনকে।
নিহত সোহেলের বাড়ি কিশোরগঞ্জের কুলিয়ারচরে আর আরেকজনের পরিচয় পাওয়া যায়নি। সোহেলের বিরুদ্ধে দুই অস্ত্র মামলা, নারী নির্যাতন ও ডাকাতিসহ ৫টি মামলা রয়েছে।