বাঁধাকপি, ফুলকপি, শিম, লাউসহ ১৬ টি শীতকালীন শাক-সবজি চাষে আধুনিক প্রযুক্তির পাশাপাশি রোগবালাই দমনে চাষিরা বেছে নিয়েছেন সমন্বিত বালাই ব্যবস্থাপনাকে।
মানিকগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাহজাহান আলী বিশ্বাস জানান, দুই দফা বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের লোকসান কমাতে বীজ-সার সহায়তার পাশাপাশি, নিরাপদ শাক-সবজি উৎপাদনের প্রশিক্ষণ ও পরামর্শ দেয়া হচ্ছে।
মানিকগঞ্জে এবছর ৮ হাজার ৫শ' হেক্টর জমিতে সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হলেও, এ পর্যন্ত আবাদ হয়েছে ৬ হাজার ৬৬৫ হেক্টর জমিতে।