পুলিশ জানান, সোমবার (২৩ নভেম্বর) দুপুরে শহরের পলাশপোল এলাকার 'ইন্ডিয়ান মাশালা' রেস্তোরার তৃতীয় তলায় প্রতারণা করে টাকা লেনদেনের সময় তাদের আটক করা হয়। আটকৃতদের বাড়ি খুলনার পাইকগাছা ও সাতক্ষীরার শ্যামনগরে।
ঘটনাস্থলে জব্দ করা হয় মূল্যবান সীমানা পিলারসহ তক্ষক ও ভেজাল কোমল পানীয়। পুলিশ আরও জানান, এই চক্রটি বিভিন্ন সময় পুলিশের ভুয়া পরিচয়ে জনসাধারণের কাছ থেকে টাকা আত্মসাৎ করে আসছে।