চিকিৎসা বিজ্ঞানের যেকোনো গবেষণায় পৃথিবীব্যাপী সমাদৃত সুইজারল্যান্ডের অ্যালবিনো প্রজাতির ইঁদুর। বাংলাদেশে বাণিজ্যিকভাবে শুধু পাওয়া যায় আইইডিসিআর-এ।
তবে বছর তিনেক ধরে এ প্রজাতির ইঁদুর পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ল্যাব সহকারী সালাউদ্দিন মামুন।
গবেষণা কাজ শেষে পরিত্যক্ত কয়েকটি ইঁদুর বাড়ি নিয়ে গিয়েছিলেন তিনি। ইচ্ছা ছিল বড় হলেই ছেড়ে দিবেন প্রকৃতির মাঝে। তবে মাত্র ১৫ দিনেই ১০টি বাচ্চা দেয় একটি ইঁদুর।
ধীরে ধীরে ইঁদুর বাড়তে থাকে। এ পর্যন্ত উৎপাদন হয়েছে অন্তত ৫ হাজার ইঁদুর। যেগুলোর বেশিরভাগই গবেষণা কাজে নিয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও ল্যাব। সম্প্রতি দেশের নামকরা ওষুধ কোম্পানিও ইঁদুর সংগ্রহ করেছেন এই খামার থেকে।
বিশেষজ্ঞরা বলছেন, শুধু গবেষণা কাজই নয় অ্যালবিনো প্রজাতির ইদুরের কঙ্কাল ও মমি সারাবিশ্বে জনপ্রিয়। ফলে বৈদেশিক মুদ্রা আয়ের সম্ভাবনা আছে।
মামুনের ছোট্ট খামারটিতে এখন ইঁদুর রয়েছে অন্তত ১'শটি। যা তিনগুন হতে সময় লাগবে মাত্র তিন মাস।