বরেন্দ্রর লাল রুক্ষ মাটিতে সবুজ পাতার মধ্যে হলুদ ফল কমলার চাষ। কয়েকবছর আগেও কৃষকদের কাছে ছিল স্বপ্নের মত। তবে সেই বৃত্ত ভেঙে বিদেশী ফলের চাষটি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে। যার রূপ দিয়েছেন কৃষক মতিউর রহমান।
মাল্টার পর কমলা ফলিয়ে রীতিমত বিপ্লব ঘটিয়েছেন কৃষকরা। প্রতিটি গাছে গড়ে ফলন পেয়েছেন গড়ে ৩০ থেকে ৪০ কেজি।
তার সফলতা দেখে অনেকেই শুরু করেছেন কমলার চাষ। তবে গাছে ফল আসলে দেখা দেয় পোকা মাকড়ের উপদ্রব।
গবেষকরা বলছেন, এ অঞ্চলের মাটি ও আবহাওয়া কমলা চাষের জন্য উপযোগী। তবে বাগান গড়ে তুলতে কলম চারা রোপনের পরামর্শ তাদের। আর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, সরকারিভাবে এই ফলের বাণিজ্যিক সম্প্রসারণে গ্রহণ করা হয়েছে বিশেষ পরিকল্পনাও।
তার বাগান থেকে প্রতিকেজি কমলা বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকায়। আর মাতৃগাছের কলমের চারা আকারভেদে ১০০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে।