এ ঘটনায় জেলা মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। র্যাব জানায়, গেল রাতে কয়েকজন কিশোর তাদের দলের বড় ভাইয়ের নির্দেশে অপরাধ কর্মকান্ডের জন্য বত্রিশ জেলাস্মরণী এলাকায় যায়। এসময়, অভিযান চালালে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে কয়েকজন পালিয়ে যায়। সেখান থেকে শুভ দাস, রিফাত আহমেদ সাবের ও আতিকুল ইসলাম নামে তিন জনকে আটক করে র্যাব।
পরে তাদের কাছ থেকে ধারালো চাকু উদ্ধার করা হয়।