সোমবার ( ৯ নভেম্বর) সকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তুষার কুমার পালকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। আগামী তিনদিনের মধ্যে রিপোর্ট জমার নির্দেশ দেয়া হয় তদন্ত কমিটিকে। যোগদানের পর থেকে অনিয়ম ও দুর্নীতি প্রকাশ পেতে থাকে সমাজসেবা কর্মকর্তা আব্দুল কাদেরের। টেন্ডার বাণিজ্য, তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠির জীবনমান উন্নয়নের নামে অর্থ হাতিয়ে নেয়াসহ নানা অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
এসব খবর সংগ্রহ করতে গিয়েই গতকাল হামলার শিকার হন দুই গণমাধ্যমকর্মী।